Wellcome to National Portal


‘সোনালী সেতুর শ্যামল ভূমি শরীয়তপুর, পেঁয়াজ, রসুন, ধনিয়া, কালোজিরা ও মৌ চাষে ভরপুর’।
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

১। দপ্তরের নামঃউপজেলা কৃষি অফিসারের  কার্যালয়, সদর, শরীয়তপুর।

২। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাঃআতিকুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার, সদর, শরীয়তপুর।

৩। সেবা প্রদানের বিষয়ঃ

(K)       সকল শ্রেণীর চাষীদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যাদি সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের মধ্যে ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

(L)        গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পর্যবেক্ষণ ও বাস্তবায়নের ব্যবস্থা করা।

(M)      মাঠের যেসব সমস্যার সমাধান করা সম্ভব নয় সেগুলো যেখানে সম্ভব গবেষণা কার্যক্রম নেয়ার জন্য সুপারিশ করা।

(N)       কৃষক ও সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণ ভ্রমণের আয়োজন করা।

(O)       সমন্বিত কৃষি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান।

(P)        পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃষি প্রযুক্তি প্রবর্তন করা।

(Q)       দূর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে অবহিতকরণ।

(R)       উপজেলা ও ব্লক পর্যায়ে কৃষি দপ্তর পরিদর্শণ। দিক নির্দেশনা প্রদান এবং প্রশাসনিক কার্যাদি সম্পাদন।

৪। প্রচার ও প্রকাশনাঃমৌসুম ভিত্তিক বিভিন্ন ধরণের ফসল উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সময়োপযোগী বিভিন্ন ধরণের স্লোগান প্রচার করা। ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোষ্টার, বুকলেট, লিফলেট ও ফোল্ডার প্রকাশ ও বিতরণ করা।

৫। সেবা প্রদানের নুন্যতম সময়সীমাঃসকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত। জরুরী প্রয়োজনে সার্বক্ষনিক সেবা প্রদান।

৬। সেবা প্রদানে আইনানুগ ফি/ব্যয় নাই।