Wellcome to National Portal


‘সোনালী সেতুর শ্যামল ভূমি শরীয়তপুর, পেঁয়াজ, রসুন, ধনিয়া, কালোজিরা ও মৌ চাষে ভরপুর’।
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

১। দপ্তরের নামঃউপজেলা কৃষি অফিসারের  কার্যালয়, সদর, শরীয়তপুর।

২। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাঃআতিকুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার, সদর, শরীয়তপুর।

৩। সেবা প্রদানের বিষয়ঃ

(K)       সকল শ্রেণীর চাষীদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যাদি সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের মধ্যে ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

(L)        গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পর্যবেক্ষণ ও বাস্তবায়নের ব্যবস্থা করা।

(M)      মাঠের যেসব সমস্যার সমাধান করা সম্ভব নয় সেগুলো যেখানে সম্ভব গবেষণা কার্যক্রম নেয়ার জন্য সুপারিশ করা।

(N)       কৃষক ও সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণ ভ্রমণের আয়োজন করা।

(O)       সমন্বিত কৃষি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান।

(P)        পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃষি প্রযুক্তি প্রবর্তন করা।

(Q)       দূর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে অবহিতকরণ।

(R)       উপজেলা ও ব্লক পর্যায়ে কৃষি দপ্তর পরিদর্শণ। দিক নির্দেশনা প্রদান এবং প্রশাসনিক কার্যাদি সম্পাদন।

৪। প্রচার ও প্রকাশনাঃমৌসুম ভিত্তিক বিভিন্ন ধরণের ফসল উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সময়োপযোগী বিভিন্ন ধরণের স্লোগান প্রচার করা। ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোষ্টার, বুকলেট, লিফলেট ও ফোল্ডার প্রকাশ ও বিতরণ করা।

৫। সেবা প্রদানের নুন্যতম সময়সীমাঃসকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত। জরুরী প্রয়োজনে সার্বক্ষনিক সেবা প্রদান।

৬। সেবা প্রদানে আইনানুগ ফি/ব্যয় নাই।

 

গুরুত্বপূর্ণ লিংক

 গুরুত্বপূর্ণ অফিসের লিংক সমূহ

বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয় বীজ প্রত্যয়ন এজেন্সী কৃষি তথ্য সার্ভিস
বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট তুলা উন্নয়ন বোর্ড
মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী কৃষি বিপণন অধিদপ্তর
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমন্ট ফাউন্ডেশন